চেন কি তুমি তাদেরকে ?
জানো কি তাদের পরিচয় ?
যাদের ছবি প্রতিটি দেয়ালে দেয়ালে, পাড়ায় পাড়ায়
বোলোনা আবার! দেখতে পাইনি!
তুমি না বললেও, আমি জানি!
এসব তোমার নিত্য আলোচনার বিষয়
তুমি সব জানো, তাদের সকল বর্ণপরিচয়
তবুও দিতে যাও ভোট সকাল সকাল
তোমার একমাত্র নাগরিক অধিকার
চাপিয়ে নতুন শাল, গায়ে সুগন্ধি আঁতর মেখে l
আর দাও গালি সকাল বিকাল
বলো, আমার পোড়া কপাল!
ওরা আবারও ঠকিয়েছে!
আমি বলি, যেমন মানুষ তার তেমন প্রতিনিধি
পালালে চোর বাড়ে বুদ্ধি, শুনেছি অনেক আগে
তবে এখন, অসতের মাঝে সাধুদেরও দেখি !
যারা সামনে এসে করে চিৎকার
আর পিছনে, দাদা! দাদা! , দিদি! দিদি !
কিস্যু হবেনা তোমার
তুমি একটা আস্ত অকর্মের ঢেঁকি l