না চাইতেও, রয়েছেন কি ভীষণ চাপে?
জানেন কি! চাপশূন্য বলছেন যাকে
চাপে থাকে সেও
সে না বললেও
জানে অনেকে
বুঝতে দেয়না বুঝলেন! চেপে রাখে ।
আর সুযোগ বুঝে কেবল
হয় কেন্দ্র বদল
শূন্যস্থান দেখে।
তাই, চাপের চাপে
চিল চিৎকার না করে,
ভাবেন এবার কোন পথে
আপনাতে আর আমাতে
ভারসাম্য বজায় থাকে ?
তাহলেই হবে ।
বাকি ছেড়ে দিন সময়ের হাতে ।
না হলে! যেভাবে বাড়ছে চাপ
বেশী দেরী নেই আর
যখন তখন, যে কোন মুহূর্তে
পড়তে পারে ফেটে !!
হতে পারে ভয়াবহ কোন বিস্ফোরণ
হতে পারি একে অন্যের শত্রু চিরদিনের মতন
অস্তিত্বের প্রশ্নও আসতে পারে
বলবেন না সেদিন? সাবধান করিনি
যা ঘটেছে সবই ছিল অগোচরে l