তুমি যা চাও
আমিও হয়তো ঠিক সেটাই চাই ।
তবে করলে জিজ্ঞেস, অন্যই কিছু দেখাই।
কোন একদিন এমনই দেখতে দেখাতে
চাওয়া পাওয়াগুলি হবে একসাথে।
এখন এই ভাবটাই থাক।
থাকলে ? আশারা বাঁচবে।
এই আকাশ, এই বাতাস সব ভালো লাগবে ।
একটু আদর , একটু ভালোবাসা, তারাও পাক।
সবটুকু পেলে! আর তোমায় ভালো লাগবে না।