হাজারও ব্যাস্ততার মাঝে
সে এসে! করায় মনে
আমি নই একা, সেও আছে সাথে
হয়ে আমার প্রতিটি মুহূর্তের অংশীদার
না নিয়ে রূপ! না আকার!
না দেখা দিয়েও, সে দ্যাখে!
ভিতর থেকে, আমাকে!
যা আমি পাইনা দেখতে, সে পায়
বলেনা! থাকে বসে অপেক্ষায়!
কখন ডাক আসে ?
কখন জানতে চায় ?
আমিও ভাবি মনে! কাজ শেষ হলে পরে
ডাকবো! করবো জিজ্ঞেস পরিচয়?
আর এলে সেই দিন
আরও কিছু মুহূর্তের ভিক্ষা চেয়ে নিই
একটু বেশি বাঁচার আশায় l