শুনে কোকিলের ডাক
যদি বসন্ত আসে নেমে
কোন এক নিস্তব্ধ দুপুরে    
যদি হারায় মন অচেনা মনের তরে  
থাক না! কিছুটা সময় ধরে
বসন্ত চাইলেই যে আসেনা প্রতিদিন!
মনের ঋতুর হয় পরিবর্তন,  আরও জোরে।