মানুষ পশু নয়
একথা জানে সকলে
তবে পশুর মত শিক্ষা দিলে
মানুষকেও করা যায় বস
পশুদের মতন, ছোটবেলা থেকে ।
একথা প্রমানিত , প্রতিপাদিত
শিক্ষায় বদলায় আচরন ।
সে তখন
প্রশ্ন করে না কোন।
কেবল করে আদেশ পালন।
স্কুলে যায় , বই পড়ে
দৌড়াতে বললে দৌড়ায়
থামতে বললে থেমে যায়
বলে সেটাই যা তাকে শেখানো হয় ।
নিয়ম মেনে চলে l
এর বাইরেও যে আছে কিছু
এমন ভাবতেও পারে না l
তাই দেখতে পেলেও অন্য কিছু
বিশ্বাস সে করে না ।
ততক্ষণ ,
যতক্ষণ প্রভু না দেয় সম্মতি ।
অদৃশ্য চাবুকের ভিতি
হিম করে শিরদাঁড়া ।
জীবিকাও থাকে নির্দেশিত
পেলে ভাগে অল্প
একে অন্যের মুখ থেকেও
ছিনিয়ে নিতে পারে তারা ।
নিজেরাই নিজেদের উপরে করে অত্যাচার
কাটে মারে, করে ছারখার ।
তবে প্রভুর সামনে
মুখ থাকে বন্ধ l
এরা সকলেই ভীষণ প্রভুভক্ত l
কেউ টুঁ শব্দটি করে না ।
আবার কেউ যদি বলে এদের বশ্য ?
তাহলে তাকেও ছেড়ে কথা বলে না ।
বেশ করে দু চার ঘা বসিয়ে দেয়
যাতে ভবিষ্যতেও কেউ বশ্যতা শব্দের অর্থ
জানতে না চায়।
কেবল প্রভু , প্রভুরই গুণগান গায় ।
বিদেশী সঙ্গীত ভেসে আসে বাতাসে
আর তারা দুলে দুলে মাথা নাড়ায় l