হাজার হোক
তোমার সাথে বন্ধুত্ব করা যায় না।
তুমি বড্ড হিসেবী
চালাক তো বটেই
মিথ্যে যা বল! বড় বড় পাত্তা পায়না।
একটুকুতেই বড্ড বেশী
সুযোগ বুঝে দেখাও পেশী
আর বিপদে দাও পিট টান
করোনা কারোর সম্মান
ছোট বড় গুরুজন দাদু ঠাকুমা
সবকিছুই তোমার লোকদেখানো
ভালোবাসাটাও মেকি যেন
ঝোপ বুঝে তুমি মারতে পারো কোপ
টাকাই তোমার কাছে বড়
আর যাই হোক
তোমার সাথে বন্ধুত্ব হয় না ।
মাঝে মাঝে তাই ভাবি
সারা দুনিয়াটাই যদি
ভরে যায় এমন মানুষে
করব বন্ধুত্ব কার সাথে?
একা কি থাকা যায়? জানি যায় না।