একটা এমন বন্ধু চাই
সম্পূর্ণ বিপরীত
যার মুখোমুখি বসে ঠিক
বলা যেতে পারে
মনের সকল কথা
সুখ দুঃখ অনুভবের
বিদ্বেষ অভিমানের
বার্ধক্য যৌবনের
একটার পর একটা
শুধুই জানতে চেয়ে একে অপরকে
অপরের চেয়ে!
উঠুক প্রশ্ন ভিতর থেকে
দিয়ে বিদায় সকল লৌকিকতা
করতে উন্নত জীবনের পথ
মৈত্রী আর ভালোবাসার বন্ধন! বন্ধুত্বতা
তর্ক চলুক বহুদূর......
রাত কেটে দিন
দিন কেটে রাত
আসুক নতুন প্রভাত! শেষে
তারপর! বিদায় বেলায়
উঠবো দুজনেই হেসে! একসাথে
এই বলে! যা জমেছিল না ?
একঘর একদম!