অনেকেই শোনে ঠিক
তবে বোঝে ভুল, বোঝায় ভুল
আবার অনেকে কেবল শব্দ শুনেই
দিতে পারে বলে অনেক কিছুই
যদি বলি আর্থিক সাম্যের কথা
চোখ বন্ধ করেই দিতে পারে বলে
এটি একটি বামপন্থী চিন্তাধারা
আবার যদি জিজ্ঞেস করি
রামায়ন ইতিহাস না কাব্য
একগাল হেসে দেয় উত্তর
না ইতিহাস না বিজ্ঞান
সে তো এক আধ্যাত্বিক তথ্য
মনে মনে হয় কতকিছু
বাইরে কতটুকু তার প্রকাশ পায়
বিভেদের ঘর গড়ে কি তবে নিজেরই ভাবনায় ?
পারেনা এটাও বুঝতে
এখনও অনেকে দেখে নয় শুনে শেখে
তাদের না বোঝা অর্থ
বদলে দিতে পারে গোটা ঘটনাটাই
বাদ যেতে পারে অধিকাংশই ।