তুমি যতই বল চিৎকার করে
নেই সে অনুভবে!
বিশ্বাস করিনা আমি! সে আছে?
ততই! তুমি হয়ে যাও একা
এই বিরাট বিশ্ব মাঝে
এসেছিলে একাই, মনে আছে ?
তোমার দম্ভ ভরা আস্ফালন , তোমার ক্ষমতা
খুবই ক্ষুদ্র হলেও,
তুমি তো বিরাট! নিজের কাছে
এই অনুভব কি কম আছে?
বুঝতে তাকে?
প্রশ্ন কি! জাগে না মনে ?
ক্ষুদ্রের মাঝে অসীমের ভাবনা
আসে কোথা থেকে ?
যদি জানতে! তাহলে কি আর বলতে
ওই কথা, ওই মুখে?
একবার তুলে দুই হাত
করতে নমস্কার , সেই অনন্তের প্রতিমাকে
যে তোমার ভিতরে থেকে
তোমায় অসীমতা জানতে শেখায় তোমার অনুভবে
তুমি তার সীমা বোঝো না! সে কিন্তু বোঝে !