তুমি আছো অস্তিত্বে
অনেকের কাছে,
এটাই বেঁচে থাকার একমাত্র আশ্রয়।
তুমি জানো
পৃথিবী আর আগের মত নিরাপদ নয় ।
পদে পদে অবিশ্বাস,
বিপদের আভাস ।
সবকিছু থেকেও নিরাপত্তার কঠিন অভাব
ক্রমশ নিঃশেষ করতে চায় আস্থার ভাব
দুর্বল করে চিত্ত
মনে জাগে সংশয়l
যখন অকারণে কোন সদ্যোজাতের
বাপ মারা যায়
অকালে
জোগাতে খরচ তার
মা ভিক্ষা করে
বসে তোমার মন্দিরের চাতালে l
তাদেরকে দেখে l
যারা কেবল তুমি দেখেছ বলে
হাঁটু মুড়ে পারে চলতে
মাইলের পর মাইল
চুপচাপ মাথা নিচু করে
কোনো সুদিনের অপেক্ষায় ।
বলে এভাবেও থাকা যায় বেঁচে
নিয়তির নামে ভর করে অবলীলায় l