“ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।“
পুরনো কথা বটে
আবার বলে অনেকে
বিজ্ঞানের যুগে এসব একদম চলে না।
এখন বিশ্বাস করার আগেই প্রশ্ন আসে
প্রশ্নে কি ভাসে তর্কের সূর ?
আর যদি উত্তর জানা না থাকে ?
তাহলে তো প্রশ্নই ওঠে না!
এমনটা ভুলেও ভেবো না
বিশ্বাস বেচে যাদের পেট চলে, চলে ঠাটবাট
যারা জানে বিশ্বাসের কারবার,সব আটঘাট
তারা হার মানে না,
খরচা করে উত্তর খোঁজে। না পেলে?
জানো কি! গোঁজামিল বলেও একটা বিজ্ঞান আছে
সুযোগ বুঝে দিলে গুঁজে
কাজ হয়ে যায়, প্রমাণও করতে হয় না ।
একটু খরচা করে,
শুধু বিশ্বাস আছে যাদের উপরে
তাদের দিয়ে বলাতে হয় ।
তর্ক যাদের অপছন্দ তারা তো হজম করেই
যারা করেন না , তাদেরও বলে দেওয়া হয়
থাকতে মুখ বুজে ।
যদি জানতে পারে লোকে
বাস্তবে তারা কিছুই জানেন না
তাহলে তো কেলোর কীর্তি হবে ।
তাই বিভ্রান্ত করেন
তবে মুখোমুখি হন না
আড়ালে থেকেই কলকাঠি নাড়েন
জানেন তো! বিশ্বাস ছাড়া ব্যাবসা করা যায় না।