কারও বিপদ হলে
কারও পেট চলে ।
হলে তা আরও ভারী
কারও হয় গাড়ি,বাড়ি।
সেবা নয় আর নিঃশুল্ক।
ভুলে যেতে পারো
প্রাচীন সেই মানব দেবতাদের গল্প
যারা করত সেবা , বাঁচাত প্রাণ
মানবতার তাগিদে ।
আজ কোথায় সেইসব ?
এখন বাইরে মানব, ভিতরে দানব
মনে শুধুই ক্ষিদে।
যারা করে জনসেবা
তারাও ওড়ায় টাকা
জনগনের ।
তারপর নিংড়ে নেয়
যখন বিপদ ঘনায়
সমুহের ।
শিক্ষা, খাদ্য , আইন , স্বাস্থ্য
যত আছে পরিষেবা
এসবেতেই নাকি এখন সবচেয়ে বেশী মুনাফা
তবুও থাকে কিভাবে সৎ
বুঝতে পারিনা বাবা ?
কিন্তু ভুলেও যাবেনা বলা সেকথা ,
মানতে হবে ।
না হলে, বিদেশী বিনিয়োগ সব থমকে যাবে।
ঘুরবে না আর উন্নতির চাকা ।
তবে পারি বুঝতে
বিপদের সাথে
টাকার সরাসরি কোন যোগাযোগ আছে ?
যদি না আসে বিপদ বারেবারে
চলবেনা বহু গাড়ি আর তেলের অভাবে ।
হয়ে যাবে সব পানশালা ফাঁকা ।
আজ জানে সবাই এই সহজ কথাটা
বিপদ মানেই উপরি টাকা
না করেই কোন পরিশ্রম
অনায়াস উপার্জন
অনেকেরই যা নিত্য প্রয়োজন
যেতে পারে বলা বর্তমান আবশ্যিকতা।
এদের প্রত্যেকেরই চাই অতিরিক্ত টাকা
পেটের জন্য নয়
মনোরঞ্জনের খরচ যোগাতে
বিপদের সুযোগ নিয়ে মানুষ ঠকাতে
যদি নিজেদের করা যায় দক্ষ
সমাজে প্রতিষ্ঠিত
যায় বোঝানো বিপদের প্রয়োজনীয়তা
তাহলে জীবন হবে অনাবিল সুখের
যাবে বদলে উপার্জনের পুরনো মানসিকতা ।
জাগবেনা আর কোন সংশয়
যদিও ঘনায়
মাথার উপরে বিপদের ঘনঘটা ।
উঠবেনা কোন প্রশ্ন আর
পড়লে বিপদে আজ,
মানুষ কেন একা ?