তোমার অক্ষমতা
করতে পারে গ্রাস
তোমার চঞ্চলতা।
যদি না বলি কিছু কথা
তোমার মনের ব্যাথা ।
অভাবের গভীর ক্ষত
হয় না পূরণ সহজের মত
ব্যাবধান যা বেড়ে চলে ক্রমশ
দিতে তাকে সমানতা
দারিদ্রের বিবশতা
যদি না কর প্রতিবাদ
যতই থাক বিপ্লবের স্বপ্ন
হবে বিলাসিতা ।
শান্তিকে ভালোবেসে
যারা যন্ত্রণাও করে উপভোগ হেসে হেসে
যাদের জীবন হতে চেয়ে শান্ত
হয়েছে অশান্ত
তাদের ভালো চেয়ে বিপ্লবের আহ্বান
করে কয়জন ?
শব্দের ফুলকিতে যে আগুন জ্বলে ওঠে
তাকে রেখে বুকে বিপ্লবের কর যদি পন ।
করতে সফল এক মানবিক জীবন
আর্থিক সাম্যের কর প্রচার
যেন অনাহারে না মরে কেউ আর
মনে রেখ
সকলেরই আছে এই পৃথিবীতে সহজ বাঁচার অধিকার ।