আসেনি এখনও! জানিনা! আসবে কি না ?
আসবেই ঠিক! একথা বলে বটে তারা  
শুনি আর ভাবি বসে বসে,  
কেন পারে না বলতে!      
বিপ্লব! আসে না এভাবে !    
  
যখন ঠেকে যায় পিঠ দেওয়ালে
যুক্তিরা পরে ঢাকা চাহিদার অন্তরালে  
প্রতিবাদ ছাড়া থাকে না উপায়
তখন বলতে হয় না! আপনিই হয়

সত্যটা সবাই জানে,
আছে কি  পুরনো ঘটনা মনে?
তাই তারা ভয় পায়,  মিথ্যে বলে!
আর চুপিচুপি ক্ষমতা খর্ব করে ।

হয়ে পথপ্রদর্শক! কখনও লেনিন,
কখনও জাতিবাদ করে উচ্চারণ
আবার কখনও গান্ধীকে করিয়ে স্মরণ,
করে মতের বিভাজন ।  

যাতে ঠেকলেও পিঠ! সোজা হয়ে বিপরীত
দাঁড়াতে না পারে, সহজেই নুয়ে যায়।  
তারা ক্ষমতার দখল চায় ,
পরিবর্তন কখনই নয় l  

তাই করার আগে মতের সমর্থন!  
নিতে হবে বুঝে, কারা কি চায় বাস্তবে  ?
জানো কি! শিরদাঁড়া একবার হলে বাঁকা
করতে সোজা, অনেক যোগার দিতে হয় ।
সে কাজ সকলের সাধ্য নয় l  
বিপ্লব! সে তো  অনেক দূরের কথা l