বিচার যেখানে যায়না পাওয়া
ছিনিয়ে নিতে হয়
গণতন্ত্র ধাপ্পা সেখানে
আসল কারক কি ভয় ?
দেখো চেয়ে, ভীম বসেছে অনশনে
দাবী তার , শাস্তি দেবেই  দুঃশাসনে
সারি সারি মুখ বলতে চায়
মুখোশ টেনে খুলতে চায়
ধারার  ধারায় বাঁধা সেসব
বেচাকেনা হয় মানবতার শব
তবুও আস্থা রেখে প্রসাসনে
ঝুলে পরা চোখ প্রহর গোনে
এবার বুজি কাটবে আঁধার
তিলোত্তমা পাবেই বিচার।