এসো আমরা একে অপরের দোষ ধরি
বিচার করি পরস্পরের ।
এক পাশে রেখে আইন আদালত
একান্ত আমাদের নিজস্ব মতামত
সর্ব সম্মুখে পেশ করি ।
যারা করেন মনে সবকিছু আছে ঠিকঠাক
তারা এই আলোচনা থেকে বাদ।
আর যারা জানতে চায়
কারা প্রকৃত দোষী?
কতোটা কম বা কতোটা বেশী ?
কাদের হবে করতে জবাবদিহি ?
তাহলে একটা চেষ্টা অন্তত করা যেতে পারে ।
আর, যদি তা না করতে হয়!
তাহলে হয়তো অনেকেই হবে খুশী
কারন, দায়িত্ব পালনের কথা কেউ বলেনি আগে।
বলেছিল, বড় হতে হবে
বাকি সব, তারা বুঝে নেবে।
সেই পথ ধরে
বড় হয়েছে অনেকে
তবে কেউ কথা রাখেনি।
চোখে চোখ রাখতে হবে
একথাও ছিলনা বলা।
তাই বুঝি! আজ ধরণী বিশ্বাস হারা ।
তবুও দেখা হলে, করি বলাবলি
বিশ্বাস করুন, তার মত মানুষ হয় না ......