কথাটি হলেও পুরাতন
আজও আছে তার ব্যবহার সমান, সমান চলন
যারা জাতি ধর্ম নিয়ে করে লাফালাফি
তারা জানে বটে টুকিটাকি
তবে যারা করে নাড়াচাড়া বিজ্ঞান নিয়ে
তারা জানে অনেকটাই।
জানে , বিভাজনের বীজ থাকে ভাবনায়
দিলে তাতে সার,জল, সহজেই গাছ হয়
ফাটিয়ে শক্ত গাঁথুনি,
করালে প্রবেশ শিকড় ভিতরে
চিড় ধরে দেওয়ালে
দুর্বল হয় মানুষ, জাতি, পরিবার , দেশ
তবে শাসন সহজ হয়
আর ফাঁকটা জানলে পরে!
সহজ হয় শোষণও
বীজ বপন করে ।
যদি যায় করা ভিন্নতার পোষণও
নিজেকে করিয়ে মনে শ্রেষ্ঠ, সম্পূর্ণ আলাদা একজন
ভাবনায় প্রকাশিত উন্মুক্ত আলাপন
নিজের সকল গোপন সত্য
সহজ মানুষের মতন!
তাহলে, করতে বিভেদ আর অস্ত্র লাগে না!
তখন বোঝালেও বোঝোনা!
তাই কি তারা ফাঁদ পাতে ?
যাতে, করা যায় খেলা প্রতিটি ভাবনার সাথে
প্রতিমুহূর্তে, প্রতিনিয়ত।
বীজ চায় তারা, ফাঁক খোঁজে , চায় তথ্য!
চায় শাসন অনন্ত
তুমি কি তবে! সেই পথই কর প্রশস্ত ?
উন্নতির স্রোতে ভাবনায় ভেসে, থাকে কি খেয়াল ?
যখন করো ব্যাবহার
হাতের ছোট্ট যন্ত্র ?
রাখো কি খবর?
হলে সোশ্যাল মিডিয়ার অভ্যস্ত
কিভাবে হয় ব্যাবহার আড়ালে তোমার একাকীত্ব?