যাকে ভেবেছিলে বার করে দেবে
তুমি, তোমার ঘর থেকে
আজও সে আছে বসে দুয়ারে
শুধু তোমারই অপেক্ষা করে।
যাদের যাবার ছিল না কথা
কিম্বা যারা বলেছিল যাবো না ছেড়ে
সবাই চলে গেছে তারা, একে একে
কেবল আছ তুমি আর
সে আছে বসে, তোমার দুয়ারে ।
ভাব ছিল না কোনদিন , কেবল পরিচয়
বসে থাকার পাত্র সে নয়
যদিও , কেন আছে বসে
জানতে চাওনি কি তুমি ?
বুঝতে চাওনি কোনদিনই
কি করে সে দুয়ারে বসে ?
অবহেলা করেছ তারে , ঘৃণা করেছ , হিংসা করেছ
তোমার ব্যস্ততা , তোমার উদাসীন তার ভাষা
বোঝেনি কি সে ?
হেমন্তের শীতে
যখন একাকী তুমি দাড়িয়েছ এসে
তোমার ঘরের দালানটিতে
সেও এসে দাড়িয়েছিল, ঠিক তোমারই পাশে
বলেছিল, মৃদু হেসে।
আমায় সঙ্গে নাও , শান্তি পাবে।
শান্তির খোজ করে কে ?
কে করে বিবেকের সাথে আলাপ ?
সে তো থাকে দাড়িয়ে দুয়ারেই
সবসময়, সর্বক্ষণ
ওটাই বুঝি তার কাজ |
জানবে সে কি করে ?
কে সংবাদ দেবে তারে ?
জীবনের গতিপথে তার প্রয়োজন ফুরায়েছে আজ ।