খোকন তুমি অঙ্কটা করেছ ভুল
প্রথম থেকে  করো শুরু আবার।  
আবার করো যোগ বিয়োগ ভাগ গুন।
একই অঙ্ক কিভাবে হয় ভুল বারংবার
পায় না বুঝে মাস্টারমশাই  
পারে না বুঝতে খোকনও,  অঙ্কটাই  
যদি চৌবাচ্চা হয় ঠিকঠাক গড়া
তাতে ছিদ্র কেন হবে  ?  
যদিও বা  হয় ছিদ্র , তবে
তাতে জল কেন ভরা হবে ?
ভরার আগে অবশ্যই
তার ছিদ্র বন্ধ করতে হবে ।  
শুনে প্রশ্ন খোকার
হাসে  মাস্টার
বলে,  এটাই তো নিয়ম।
এভাবেই নাকি বর্তমান চলে
চলে জীবন , চলে উন্নয়ন
ধনী হয় ধনী , গরীব গরীবে
সহজকে  করে কঠিন ,
কঠিনকে সহজ করে বলে।  
নাকি কেউ চালনা করে ?
ছিদ্র বন্ধ করার অঙ্ক
সহজ ধারণা।  
সহজ  অঙ্ক  কেউ শেখায়না।
তাই ছিদ্র ,  বন্ধ করা যাবেনা ।
গরীবের পেট নাকি কখনও ভরেনা ।