আজ ভাবনায় নাই তুমি
নাই তুমি চিন্তনে
যদিও একদিন! তুমিই বলেছিলে!
সেবাই হোক সকলের পরম ধর্ম।
বুঝিয়েছিলে! কাকে উৎসর্গিত হয়
জগতের সকল কর্ম ?
কিভাবে হওয়া যায় মুক্ত
জনম জনমের আবর্ত ?
দেখিয়েছিলে! দিয়ে উদাহরণ
প্রতিদিন যে ফুল ফোটে সাধারন
সেও চলে কেমন!
মেনে তোমার নিয়ম অক্ষরে অক্ষরে ।
যদি অকারণ! নাও ছিঁড়ে
না ফুটে আগামীর ভোরে ,
জ্বালায় কি সে প্রতিশোধের আগুন
বুকের ভিতরে ?
বলে কি! কখনও ?
আর ফুটে লাভ নেই
অসহায় সে, নিরুপায় এই পৃথিবীতে ?
মানুষ কেন তাহলে!
না করে সম্মান তাকে,
শ্রেষ্ঠ বলে নিজেকে ?
কোন অধিকারে সে ছিনিয়ে নেয়
অপরের বাঁচার সামর্থ্য ?
এ পৃথিবী শুধু তার একার নয় ,
কেন বোঝেনা সে সৃষ্টির অর্থ ?
কেন ভাঙ্গেনা তার মনের ভুল ?
তবে কি শোনেনি সে!
তোমার অমোঘ বানী ?
অহংকারই পতনের মূল!