কিসের একটা ভয়’
থাকে সর্বক্ষণ , সবসময়
মাথার ভিতরে
ঘুমের ভিতরেও  
অবিরাম করে টিক টিক
ঘড়ি টার মতন ।  
খেতেও বসে দেখেছি ঠিক
নড়ছে পায়ের আঙুলগুলি
নড়ছে হাতের আঙুলগুলি
উঠছে নামছে  বুক।
এখনও কি বেঁচে আছি আমি ?  
এখনও কি থাকতে পারি ?
বসে,  ঘণ্টার পর ঘণ্টা
চুপচাপ, নিস্পলক ?  
কিছুতেই ভুলতে পারিনা যে তাকে ।
নাকি সে  ভুলতে দেয়না আমাকে ?  
এতো কিছু আয়োজন
যার জন্য সারাজীবন
ব্যাস্ত থাকা,
সবই কি তবে যেতে হবে ফেলে ?  
অবসর ফাঁকে  
এসে উঁকি দিয়ে যায় , কিম্বা হটাৎ  
দমকা হাওয়ার মতন  
কিসের একটা ভয়
সর্বক্ষণ সবসময়
করে টিকটিক ঘড়িটার মতন ।
মাথার ভিতরে , ঘুমের ভিতরেও ।
চেতনে  অবচেতনেও
সারাক্ষণ  ।