ডিভোর্স কি হয়ে যাচ্ছে ক্যাজুয়াল ?
এদিকে যাচ্ছে জমে টিভি সিরিয়াল,
ওয়েভসিরিজ একের পর এক।
কেউ কি দিচ্ছে হাওয়া ?
কোথায় গেল ইন্টেলেকচুয়াল সব!
না কি সবই সংযোগ?
যদি ভাবো এইরকমই কিছু একটা হবে
তাহলে দাও উত্তর,
কোথা থেকে এল এই বিষ তবে ?
যুগের দোহাই দিয়েও পার পাবে না আর
ভাঙছে ক্রমশ সব সুখের সংসার
ভাঙছে মন, দুর্বল ভবিষ্যৎ
আর নতুন প্রজন্ম!
কি করেছ তার জন্য ?
মা ,বাপ, দাদু, ঠাকুমা কেউ নেই কাছে তার
সকলেরই সময়ের বড্ড অভাব।
যদিও রেখেছ দুনিয়া তোমার মুঠোতে ভরে
তবুও পারছ না জানতে, হচ্ছে কি ঘরে?
রাখো কি খবর!
শুধু ঘর নয়, ভাঙছে দেশটাও ভিতরে ভিতরে।