সকালে উঠে
হাতে গরম চা
আরাম কেদারায় বসে
পায়ের উপরে পা
সামনে ঘন ফুলের সারী
কোলে কবিতার খাতা
হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশী ।
এমন যদি হত জীবন
কি! ভালো হত ?
তার বদলে
সকালে উঠে
উৎকট ঝামেলা যত
এটা বাকি আছে
ওটা করতে হবে
এটা নেই সেটা নেই
ফোনের উপরে ফোন
সারাদিন জ্বালাতন।
চা আছে
আরামকেদারাও আছে।
শুধু এক মুহূর্তও সময় নেই হাতে ।