ভালো থাকার প্রশ্নটা হয়তো একান্তই ব্যাক্তিগত
সার্বজনিক কি সব ক্ষত ?
তবুও করি জিজ্ঞেস দেখা হলে
জানি উত্তর, কে কি বলে
মুখে ভালো আছি বললেও
দৃশ্যে অভাব না থাকলেও
ভিতরের খবর, কার কে রাখে কতটা ?
ভিড়ের মাঝেও কে থাকে একা ?  
আর কে, একা থাকতে চেয়ে রাখে দুরত্ব
ভালো থাকার চেয়েও যখন বড়  বিষয়ের গুরত্ব
বিষয় নিয়েই হোক তবে আলোচনা
মুখ্য ছেড়ে গৌণেই বিবেচনা  
ভালো লাগুক আর না লাগুক
অন্তত সৌজন্য  থাকুক
দেখা হলে তবে,  বলব কি ছাই!  
আমি তোমার মনের অসুখ জানতে চাই ?