বেকারত্ব! অতি পরিচিত ক্ষত
সহজ সত্য, তবে আদি সত্য নয়
যারা দেখায় জনসংখ্যার তথ্য
আসলে! তারা বোকা বানায়
নিজেদের দায় চাপিয়ে কাঁধে জনগণের
ঘুলে দুধে জল যা বোঝায় !
হারাধনের দশটি ছেলে ঠিক শুনতে পায়
তবে আজকের দুটি সন্তান
এর বেশী নয়
তবুও বাড়ে লাফিয়ে যখন বেকারত্ব
তখনই সন্দেহ হয় !
যেসব যন্ত্র প্রযুক্তির নামে
হয়েছে করানো প্রবেশ শহরে বন্দরে গ্রামে
বাদ দিলে তাকে!
বেকারত্ব খাতায়! শুন্য পড়ে থাকে
তবে যারা বলে
প্রযুক্তি বাদে পিছিয়ে পড়ে দেশ
তাদের কথা শুনে আজ সব নিঃশেষ
তারা প্রযুক্তি বিদেশ থেকে কেনে
দেশের প্রযুক্তি বাতিল বলে জানে
যুব শক্তিতেও তাদের আস্থা নেই কোনও
বাড়িয়ে বেকারত্ব হার
অভাগা শিক্ষিতের দল নিয়ে কাঁধে বিদ্যার ভার
শুধুই চাকরী খোঁজে
না পেলে! হতাশায় ভোগে
অনেকে মড়তেও চায়
সহজ উপার্জনের পথ ক্রমশ বন্ধ প্রায়
শিখেও পড়াশুনো যুবকেরা আজ অন্ধ
তবুও বলে প্রত্যেকে, সব যাও স্কুলে
স্কুলেই হবে উদয় ভবিষ্যৎ সূর্য
সূর্য ওঠেনা!বাড়ে বেকারত্ব
বাড়ে রোষ! জনতার ক্রোধ
যুব শক্তির সাথে রাষ্ট্রের বিরোধ
রাষ্ট্রের হাতেই রাষ্ট্রের পতন
করে অনিবার্য!
পূর্ণ হয় চক্রান্ত, দুর্বল হয় দেশ
যখন থাকেনা ভাগশেষ
প্রকল্পের ঝুড়ি করা হয় পেশ
দুয়ারে দুয়ারে করতে সব শান্ত
বিদেশী ঋণের বোঝা নিয়ে কাঁধে
দেশ হয় সর্বশান্ত
সুজলা সুফলা মাতৃভূমি আজ ক্লান্ত
বেকারত্ব বোঝায়
শুধু দিন আসে দিন যায়
কোন উপায় আর আসে না!