সে বাড়িয়ে দিয়েছিল হাত
না চাইতেই!
সেটাই ছিল বুঝি তাঁর অপরাধ ।
না চাইতেই! জনমের আগেই
তোমায় ক্ষুধার কথা ভেবে
সে রেঁধে রেখেছিল ভাত ।
তোমার ভালো থাকার সকল উপাদান
রেখেছিল সাজিয়ে দুহাত ভরে
তবুও কেন যে তোমার মনে না ধরে ?
এখন করো অভিসম্পাত! কোন অধিকারে ?
তুমি নও একা, সে জননী সবার
আজ যদি সে আনে প্রলয়
করে ধ্বংস সবকিছু ছারখার!
ফেরাতে জীবনের স্রোত জীবনে আবার
কাকে বোঝাবে তুমি!
দায় ছিল কার ?