ওরা যেন!
কোন কিছুতেই! কিছুতেই খুশী নয় কখনও ?
শেষ মনুষ্যত্বটুকুও যদি দেওয়া হয় বিসর্জন
তাহলেও! ওদের আপত্তি নেই কোনও !
ঠিক কতোটা! নির্মম হলে
প্রকৃত বাস্তববাদী বলা যায় ?
ওরা নিজেরাই জানে না এখনও !!
তবে জানে! এই বোধগুলি থাকলে শরীরে?
থাকবে! ভালো মন্দের বিচার
হবে না সম্পূর্ণ পরাধীন কখনও
তাই ওরা বিদায় দিয়ে মানবিকতার
করে প্রচার আনুষ্ঠানিকতার
দেখাতে উপচারিকতা, ভক্তি, ভালোবাসা
অনলাইনে করে শেয়ার
বলে! ঘরে বসেই এখন সবকিছু করা যায়
কি প্রয়োজন বাইরে যাবার?
যদিও মন্দির, মসজিদ, গির্জায়
এখনও প্রার্থনার সূর বাজে
এখনও কেউ এসে কবরের পাশে
রেখে যায় ফুল! ভালোবেসে
তবে অদূর ভবিষ্যতে!
এসব নাও থাকতে পারে ?
আবেগও কিনতে হতে পারে নির্ধারিত মুল্যে
কারন! যান্ত্রিক পৃথিবীতে প্রাথমিক প্রয়োজনটাই শেষ কথা
মানবিক বোধগুলি না থাকলেও! যায় অনায়াসে বাঁচা!
আনন্দে, সুখে কাটানো যায় জীবন!
একথা এখন! বৈজ্ঞানিক ভাবে প্রমানিত।