আসছে কি ফিরে আবার!
ডারউইনের সেই যোগ্যতমের টিকে থাকার তত্ব ?
যার নেই সামর্থ্য
নেই তার বাঁচার অধিকার
যদি সে মরে অভাবে অনাহারে
কেউ দায় নেবে না তার
যোগ্যতমেরা করবে উচিত আচরণ
প্রতিবাদ নয়
সন্ধিতেই হবে অনুসরন
একদল থাকবে আর তার অনুসারী
বাকি সব অদরকারী জনগণ
যান্ত্রিক যুগ এখন!
সহস্র মানুষের কাজ এক যন্ত্র করে
শুধু বুদ্ধিমান পরিচালক আর পরিবর্তক
এর বেশী নেই প্রয়োজন
এতো ভিড় কেন তবে!
কীসের এতো জমায়েত ?
যোগ্যতার কোনও পরিমাপ এখনও
হয় নি নির্ধারিত
হলে! কাউকে জানাতে হবে না
সোনার দরে কিনতে পারবেন চাল
আর রুপোর দরে আটা।
বাকিটা! নিজেরাই নিজেদের মতো হিসেব করে নিন
যিনি ভাবছেন! হবেন সেই বলির পাঠা।
তিনি এখনই ঝোলা নিয়ে বেড়িয়ে পড়তে পারেন!
সকল দোকান বন্ধ হওয়ার আগে।