সবার জন্যে সব কিছু নয়
অবশেষে মানতেই হয়
স্নান সেরে গরম ভাত
আর খাওয়ার পরে গড়ানোর অভ্যাস
সবার ধাতে সয় না l
অনেকে আবার পারে না!
সময়ের দারুণ অভাব
কেউ পাত ফেলে ছোটে
কেউ পাত নিয়ে
কারও বা কেটে যায় মাস!
খেতে বসে, মুখে রোচে না!
আর কারও দেখে! জল আসে চোখে
চাওয়ার সাহস হয় না!