আমি নয় , আমি নয়
অন্য কেউ, যে আমার সাথে থাকে
যে শুধু আমার কথাই বলে।
বলে, আমি নাকি একাই দিতে পারি বদলে!
সমগ্র পৃথিবীর ছবি ।
একবার জেনে গেলে!
কে আমি ? আমি কে ?
আমি নয় , আমি নয়
অন্য কেউ, যে আমার সাথে থাকে
যে শুধু আমার কথাই বলে।
বলে, আমারও নাকি বধিরতা আছে
আমি রাখি নিজেকে ব্যস্ত অন্য যেসব কাজে
আমার ছিল না কোনোদিন
আমিই ব্যস্ত থেকে বাড়িয়েছি ঋণ
আমি সেই ঋণ শোধ করি ।
আমি নয় , আমি নয়
অন্য কেউ, যে আমার সাথে থাকে
যে শুধু আমার কথাই বলে।
বলে, আজও সে আছে বসে
আমারই ডাকের অপেক্ষায়
অথচ দেখ আমার কাছে
নিঃশ্বাস ফেলারও সময় নাই ।