সব কিছুই  হয়ে যায় শূন্য  
যখন মনের গভীরে হয় ,
এক প্রশ্নের জন্ম ।
“আমি কে ?“
আমি ছাড়া এই জগতে
আরও  কি কিছু আছে ?  
নাই বুঝি ?
তবুও ভাবি বসে
না থাকলে ‘আমি'র  অস্তিত্ব
কি আর এমন  হত ?
এত আলাপন,  
বাদ বিবাদ,  আন্দোলন ,  
সবেতেই তো আমিই কারন।
থেমে যেত ?  
অথচ দেখ,  তুমি আমি এর কতটুকু জানি ?
কতো জন করে প্রশ্ন
কে এই আমি ?
শুধুই নশ্বর দেহ
না অন্য কোন পদার্থ ?
বিশ্বাস করুন,  পাইনি কোথাও খুজে
খুজেছি যখন  দেহের ভিতরে
প্রতিটি কোষে কোষে,
নিজেকে ।
করেছি যখন বন্ধ দুই চোখ, বসে একান্তে।  
কল্পনা করেছে খেলা
হলে শান্ত
দেখেছি ঘন অন্ধকারে
কেবল এক বিন্দু আলো l
নীল শুভ্র ।
আর কিছু নেই ।