এখন আর কোনকিছু
কোনকিছুতেই হইনা বিচলিত
আগের মত ।
মনে হয় সবই যেন আছে স্বাভাবিক
জীবন বুঝি এমনই অনিশ্চিত
দল বেঁধে আসে , যায় কত ?
যা প্রাপ্তি সবই শুনেছি কর্মফল
যদি ভাসিয়ে নিয়ে যায় বন্যার জল
যদি শ্বাস চেপে ধরে মহামারী
আমি চুপ করে থাকতে পারি
বেশ তো আছি আমি ,আছে আরও কত
জীবন্ত তবে শবের মত
না থাকুক খাদ্য , না থাকুক বসন
না থাকুক জীবিকা সহজ বাঁচার মতন
বিলাসিতা থাকুক বেঁচে ।
কেবল ভরসা একটাই আছে
সব দেখছেন তিনি
হচ্ছে লেখা সব তারই খাতাতে
তবু প্রশ্ন একটাই থাকে
এভাবে আরও কতদিন থাকতে হবে
বেঁচে মড়ার মত ?
যদি পারতাম জানতে
অন্তত মৃত্যুটা সাধারন মৃত্যুর মত হত ।