তারিখ:- ইং ০৯-১১-২০২৪

কুকুরের পাশে শুয়ে
ফুটপাথে বেড়ে ওঠে -
ফেলে যাওয়া মানুষের বাচ্চা ।

শিল্পীর তুলি আঁকে
জীবনের জলছবি -
পচে যাওয়া সমাজের কেচ্ছা ।

লজ্জা - কি নিদারুণ লজ্জা !

চোখের জলেতে আজও
কাপ প্লেট ধুয়ে চলে -
চায়ের দোকানে কত বাচ্চা ।

একবেলা ভাত আর
সামান্য মাইনেতে -
লজ্জা ঢাকার নেই সজ্জা ।

ক্ষয়ে যাওয়া সমাজের লজ্জা !

আজও দেখি ডাষ্টবিনে
খাবারের কাড়াকাড়ি -
মানুষ আর শুয়োরের বাচ্চা ।

তবুও স্বাধীন মোরা
দেশ নাকি এগিয়েছে -
মানতেই হবে সব সাচ্চা ।

হায়রে - কি নিদারুণ লজ্জা !!

বিশ্বানন্দ চ্যাটার্জী।
(কপিরাইট সংরক্ষিত)