কবিতা:- " টু-উ-কি "
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ১১-০৯-২০২৪

শরৎ যেমন আগে ছিল
এখনও আছে তাই -
আমার তো আর হয়না দেখা
ভোরের আকাশটাই !

মাঝ শরৎ-এ ভোরের বেলা
আকাশ জুড়ে রঙের মেলা -
নীল সাদা ওই মেঘের দেশে
খুঁছজি আমার ছেলেবেলা !

সাত সকালে উঠোন জুড়ে
শালিক চড়ুই নৃত্য করে -
বকের সারি যাচ্ছে উড়ে
নীল আকাশের বুক টা চিরে ।

তিড়িং বিড়িং গঙ্গা ফড়িং
লুকোয় কেমন ঘাসের মাঝে -
কাশের বন সেজেছে বুঝি
পাকা চুলের বুড়ির সাজে ।

ইচ্ছে করে ফুল কুড়োতে
শিশির পায়ে শিউলি তলে -
ইচ্ছে করে একছুটে যাই
স্নান করতে দীঘির জলে ।

এমন হাজার ইচ্ছেগুলো
মনের কোনে মারছে উঁকি -
ছেলেবেলার খেলার মতোই
বলছে যেন " টু-উ-কি " !!

( কপিরাইট সংরক্ষিত )