তারিখ:- ইং ১৮-১০-২০২৪

চারিদিকে শুধু বিদ্রোহ দেখি
জীবন টা এলোমেলো -
দুষ্কৃতিরাই রাজ করে হেথা
দানব যুগ কি এলো ?

ঐ শোনা যায় ফিস্ ফিস্ স্বর
ভয়ার্ত পরিবেশ -
গোপনে দ্রোহের সূচনা কি তবে ?
তা হলে তো হয় বেশ ।

সহ্যের সীমা হয়ে গেছে পার
এভাবে কি বাঁচা যায় ?
গণতন্ত্রের ধূয়ো তুলি তবু
কেন এত অসহায় ?

মনের জমাট ক্ষোভগুলো সব
দিক দৃঢ় প্রত্যয় -
গণতান্ত্রিক পথেই আসবে
নিশ্চিত করে জয় ।

দোলাচলে নয় - আশায় বাঁচি
মনে আছে প্রত্যয় -
আমাকেও পাবে তোমাদের মাঝে
স্থির জেনো নিশ্চয় ।

ধমনীতে মোর রক্ত সুনামী
অন্তরে জ্বালামুখি -
আগ্নেয়গিরী জাগছে আবার
সাধ্য কি তারে রুখি !!

( কপিরাইট সংরক্ষিত )