তারিখ:- ইং ০৮-১১-২০২৪
জীবন জুড়ে দুঃখ কেবল
সুখ তো অল্প সল্প -
টাকা হ'লেও যায় না কেনা
সুখ যে কষ্টকল্প !
সুখ হ'ল এক অচিন পাখি
মনের আকাশ জুড়ে -
ধরতে গেলে দেয় না ধরা
পালায় ফুড়ুৎ করে !
দুঃখ তখন মুচকি হেসে
আপন মনে ভাবে -
মানুষ গুলো ভীষণ বোকা
সত্য বুঝবে কবে ?
যেমন করে সলতে পুড়ে
প্রদীপ খানি জ্বলে -
দুঃখের রাত পেরিয়ে তবে
সুখের ভোর মেলে ।
সুখের খোঁজে যতই ছোটো
ছোটাই হবে সার -
জীবন পথে বিছিয়ে আছে
দুঃখের কাঁটাতার !!
( কপিরাইট সংরক্ষিত )