কবির কাব্যে সদা মোহময়ী তুমি -
শিল্পীর তুলি এঁকেছে তোমার রুপ ,
কতো না প্রেমের সাক্ষী থেকেছো তুমি -
জ্যেছনা তোমার ভেঙেছে কতই বুক !
শিশুদের কাছে তুমি ছিলে চাঁদ মামা -
সোনার কপালে টিপ দিয়ে তুই যা না ,
মায়েরা বলতো গান গেয়ে সুরে সুরে -
আজ আর তুমি নও খুব বেশি দুরে ।
লোভাতুর চোখ পড়েছে তোমার পরে -
দখলদারির প্রতিযোগিতা-ও শুরু ,
তোমার-ই বুকেতে পায়ের চিহ্ন এঁকে -
বিজয় কেতন ওড়াবে মানুষ সুখে ।
হয়তো সেদিন আর নয় বেশি দুরে -
চাঁদ-ও সেদিন হয়তো বদলে যাবে ,
সেদিনের কবি জ্যোছনাকে ভুলে যাবে -
মায়ের গানেতে চাঁদ মামা নাহি রবে !!