তারিখ:- ইং ২৬-০৯-২০২৪

অস্থির এই সময় বৃত্তে
পুড়ছে আমার মন -
পোড়া মনের ছাই উড়িয়ে
খুঁজবো কোন রতন ?

মন মানে না মন মানে না
মন কে শুধাই কি করি ?
মন বললো ওরে পাগল
করতে হবে মন চুরি !

বোকার মতই প্রশ্ন করি
সেটা আবার হয় নাকি ?
ধরা ছোঁয়াও যায়না যাকে
তাকেই চুরি - সাধ্য কি ?

মন বললো দুর পাগলা
চোখ মেলে তুই দ্যাখ -
ভালোবাসার তরে মানুষ
জ্বলে পুড়ে হচ্ছে খাক ।

হিংসার এই জীবন বৃত্তে
প্রেমের প্রদীপ জ্বালা -
আজব চুরি বুঝবে না কেউ
স্বর্গীয় এই ছলা ।

চোর তো কেউ বলবে না রে
পড়বে প্রেমের ফাঁদে -
চিত্ত চোরের হয় না সাজা
সে যে অন্তরে বিরাজে !!

( কপিরাইট সংরক্ষিত )