শিরোনাম :- পৃথিবীকে বাঁচান
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ০৯-০৭-২০২৪

বাতাস বিষিয়ে গেছে
কালো ধোঁয়া কার্বনে
অসহায় শিশুরা হাঁপায় !

চাপ চাপ রক্ত মাঝে
শবদেহ পড়ে রয়
কারও কিছু নাহি আসে যায় !

চলছে চলবে তবু
এ যুদ্ধ থামবে না
বাজারের দখল টা চাই !

পৃথিবীর নেতা যত
মহান মানুষ সব
পৃথিবীকে বাঁচান না ভাই !

যা কিছু দেখছি চোখে
প্রতিদিন লিখে যাই
কথা দিয়ে ছবি এঁকে চলি ।

বোমা-গুলি-বারুদের
পূতিগন্ধ মাঝে থেকে
কি করে প্রেমের কথা বলি ?

যুগে যুগে পৃথিবীর
ধ্বংসের ইতিহাসে
রয়ে যাবে অতীতের ছবি ।

সৃষ্টির গান তবু
এভাবেই গেয়ে যাবে
অখ্যাত অজানা কোনও কবি !!

( কপিরাইট সংরক্ষিত )