কবিতা :- সত্যের মুখোমুখি
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ২৮-০৭-২০২৪
কবির লেখণীতে
পৃথিবী টা সুন্দর -
শিল্পীর তুলি আঁকে ছবি ।
যে শিশুটা ফুটপাথে
সত্যের মুখোমুখি -
তার কাছে প্রশ্ন টা করেছো কি ?
দামি গাড়ি থেকে নেমে
যে শিশু-টি স্কুলে যায় -
তার চোখে স্বপ্নের জলছবি ।
যে শিশু টা খুঁজে ফেরে
কি যে তার পরিচয় -
তার চোখে চোখ রেখে চেয়েছো কি ?
বর্ষ বরণ শেষে
ঢুলু ঢুলু চোখে ফেরো -
আশে পাশে চেয়ে কভূ দেখেছো কি ?
কুকুরের পাশে শুয়ে
শীতে কাঁপে ঠক ঠক -
শিশুটির দিকে চোখ পড়েছে কি ?
সকালে কফির কাপে
ধূমায়িত বিপ্লবে -
ভাষণ টা মুখস্থ করো ।
ভোটের জনতা মাঝে
ভাষণের নেতা তুমি -
স্বার্থের কেনাবেচা করো !
হায়রে মহান নেতা
ভাবলে না একবার-ও -
বদল তো একদিন হবে ।
আজকের শিশুটা-ই
হয়তো-বা সেই দিন -
বিচারক হয়ে রায় দেবে !!
( কপিরাইট সংরক্ষিত )