তারিখ:- ইং ২৮-১২-২০২৪

কতো কি করার ছিলো
বহু কাজে রয়ে গেল ফাঁকি !
কিছু কথা বলা হ'ল
আরো কত কথা আছে বাকি ।

ভাবনার অবকাশে
বেলা শেষে দেখি পিছু ফিরে -
বসন্ত গিয়েছে চলে
পলাশের ফুল গেছে ঝরে !

এখন প্রখর দিন
খরতাপ দাবদাহে মন -
তৃষ্ণার্ত চাতক সম
পিপাসিত রয় অনুক্ষণ ।

এমন নীরস দিনে
মন মাঝে উঁকি দিয়ে গেলে -
রইলে না কবিতায়
সে তো কবিতার অবহেলা হায় !

তবু যা দিয়েছো তুমি
প্রথম সে অনুভূতি মনে -
তাই বা কম কি ছিল
অচেনা অনামি কবি সনে !

স্মৃতিটুকু মনে রেখে
এই আমি বেশ ভালো আছি -
দিন শেষে ঘরে ফিরে
প্রাণ ভরে কবিতায় বাঁচি !!

( কপিরাইট সংরক্ষিত )