কবিতা:- ফুলকি ছেটাও
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ০৯-০৯-২০২৪

সেই কবিতা চাই গো কবি
যে কবিতা বাঁচার কথা বলে -
সেই গান আজ লিখতে হবে
যেথা প্রাণের ছন্দ মেলে ।

মানুষ যে বড় কষ্টে আছে
গোপনে ঝরায় চোখের জল !
তুমি অন্য কবিতা লেখো কবি
ফেরাও তাদের মনের বল ।

কলম টা হোক হাতিয়ার আজ
ইচ্ছেরা নয় মেলুক ডানা -
তরুণের চোখে স্বপ্ন ছড়াও
স্বপ্ন দেখতে কিসের মানা ?

কলম থেকে ফুলকি ছেটাও
বুকের আগুন পড়ুক ঝরে -
স্বপ্ন ছোঁয়ার সাহস নিয়ে
তরুণ দল আসুক ফিরে ।

কলম তোমার - স্বপ্ন ওদের
বাধার ভয়ে দমবে না -
জয়ের নেশায় এগিয়ে যাবে
পিছন ফিরে চাইবে না ।

ইচ্ছেগুলো বিদ্রোহী হোক
ভয়কে জয়ের শপথ নিয়ে -
সেই শপথের শ্লোগান না হয়
লেখো মোদের রক্ত দিয়ে !!

( কপিরাইট সংরক্ষিত )