কবিতা:- পারবে কি ?
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২৪-১১-২০২৪

সকাল বেলা চায়ের মত ,
মুক্ত আকাশে পাখির মত ,
মনের কথা বলার মত ,
বন্ধু হ'তে পারবে কি ?

রঙিন প্রজাপতির মত ,
বর্ষা দিনের ছাতার মত ,
শীত দুপুরে রোদের মত ,
বন্ধু হ'তে পারবে কি ?

ভোরের মিষ্টি স্বপ্নের মত ,
তপ্ত দুপুরে চলার পথে ,
শীতল তরু ছায়ার মত ,
বন্ধু হ'তে পারবে কি ?

ফুল কুড়োতে শারদ প্রাতে ,
হাতটি ধরে ঝড়ের রাতে ,
"আমি তো আছি " সাহস দিতে ,
বন্ধু হতে পারবে কি ?

কপালে হাত দিয়েই তুমি -
পারবে কি জ্বর বুঝে নিতে ?
সব সময়ে মায়ের মত -
পারবে কি বন্ধু হতে ?

মুখ দেখে দুখ বুঝে নিতে ,
মাথায় হাত বুলিয়ে দিতে ,
মন খারাপের কালো রাতে -
পারবে কি বন্ধু হতে ?

মনের মাঝে রঙ ছড়িয়ে ,
স্বপ্নে দু'চোখ ভরিয়ে দিয়ে ,
বাঁচার নতুন স্বপ্ন বুনে ,
পারবে-পরম বন্ধু হতে ?
পারবে কি ???

(কপিরাইট সংরক্ষিত)