কবিতা:- পাহাড় কণ্যা তিস্তা
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ০৮/০১/২০২৫
পাহাড় কণ্যা তিস্তা আমি
আদর কাড়া নদী -
ঠিকানাটা লিখেই নিও
আসতে চাও যদি ।
স্রোতস্বিনী উচ্ছল আমি
পাথরে ছন্দ তুলি -
ছলাৎ ছলাৎ শব্দে আমার
মনের কথা বলি ।
পাহাড় চিরে নেচে নেচে
তরঙ্গ তুলে ছুটি -
কবির কলম ছন্দ খোঁজে
আমার পাশে জুটি ।
সমতলে চলার পথে
চাষের যত জমি -
পুষ্ট হয় আমার জলে
আনন্দ পাই আমি ।
কিন্তু - আমার দুঃখ আছে
সে খবর কে রাখে ?
আমার-ই গতিপথে মানুষ
ঘর বানিয়ে থাকে !
বর্ষাকালে প্লাবন আসে
ভাসায় বাড়ি ঘর -
বুকের ভেতর কষ্ট হয়
কে রাখে খবর ?
তোমরা কেন বন্ধ কর
নদীর গতিপথ ?
বোঝোনা কি চলা-ই ধর্ম
মানায় না অজুহাত ।
অবুঝ তো নও-তবু কেন
তোমরা এমন করো ?
সত্যিটা-কে মানতে যদি
ভাসতো না ঘর কারো !
তোমরা যদি বন্ধ কর
নদীর গতিপথ -
পাহাড়ী নদী-ভাঙবে বাধা
গড়বে চলার পথ ।।
( কপিরাইট সংরক্ষিত )