তারিখ :- ইং ০৫-১০-২০২৪

চলতে চলতে - বলতে বলতে
নিজেই নিজেকে
ভাঙা গড়া করি ,
আপন খেয়ালে
মনের খুশিতে
তোমাদের-ই মাঝে রই ।
আমি তো তোমাদের-ই কেউ হই ।

দুর বা নিকট কিছুই মানি না
চেনা বা অচেনা
জানা বা অজানা ,
অসীমের মাঝে
নিজেকে মিলায়ে
আপন খেয়ালে মত্ত রই ।
বিশ্বাস করো - আমি বন্ধুই হই ।

অর্থমূল্যে বিবেক বেচি না
জয় পরাজয়
খেলায় মাতি না ,
ডেকে ডেকে আমি স্বপ্ন বিলাই
গণদেবতার ভীড়ে ।
দিন শেষে মোরে খুঁজলেই পাবে
মনের গোপন নীড়ে ।।

( কপিরাইট সংরক্ষিত )