কবিতা :- নীলকন্ঠ
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ০১-১০-২০২৪

মনে ছিল সাধ
কবিতায় ভরে প্রাণ -
গেয়ে যাবো জীবনের জয়গান ।

খুশির লহরী তুলে নিরন্তর
পার হয়ে যাবো -
দুস্তর মরু - কন্টকময় প্রান্তর ।

বড়ো ভুল ছিল
বুঝিনি সেদিন আমি -
অলক্ষ্যে তুমি হেসেছিলে অন্তর্যামি !

কত সহজেই তুমি
ছিঁড়ে ফেলে দিলে মোর -
কবিতা কুঁড়ির গাঁথা মালাখানি ।

হৃদয় মাঝারে রক্তক্ষরণ
উথাল পাথাল মন -
এ তোমার কিসের আমন্ত্রণ ?

তুমি কি চেয়েছো
বিষ পান করে নীলকন্ঠ হই ?
ক্ষুদ্র মানব - আমি তো দেবতা নই !!

( কপিরাইট সংরক্ষিত )