শিরোনাম :- মেঘমল্লার
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ১৪-০৬-২০২৪

কাল সারারাত জেগে জেগে শুধু
তোমাকেই দেখে গেছি ,
শিল্পী তো নই - আঁকতে পারিনা
হৃদয়ে এঁকেছি ছবি ।

কাগজ কলম সাজিয়ে বসেও
হারিয়ে ফেলেছি ভাষা -
মুগ্ধ হৃদয়ে শুনে গেছি তব
সুরের যাওয়া আসা ।

কভু রিম্ ঝিম্ কভু ঝম্ ঝম্
সুরে সুরে একাকার -
ফিরায়ে দিয়েছো হে বর্ষা রাণি
শৈশব স্মৃতিভার ।

আদীম খুশিতে আদুল গায়ে
বৃষ্টি ভেজার মত্ত ঘোর -
রাণি - তুমি সেই একই আছো
কূহকে ভোলানো চিত্ত চোর !

সরস মাটিতে গাছের পাতায়
আদর দিয়েছো ঢেলে -
ভোরের আলো ফোটার আগেই
কোথায় হারিয়ে গেলে ?

মেঘমল্লার সুরটি তোমার
সে কি কবিতায় আসে ?
বিস্ময় ভরে এঁকে গেছি ছবি
হৃদয়ের ক্যানভাসে !!

( কপিরাইট সংরক্ষিত )