শিরোনাম :- মানবতা খুঁজি
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ০৪-০৭-২০২৪

মানুষে মানুষে
ভেদাভেদ করো -
পাথরে খুঁজিছ ভগবান ,
ঘৃণার আগুনে
যে সমাজ পোড়ে -
করি না তাহার গুনগান ।

যাহার ফলানো
ফসলে তোমার -
নধর এ ভুঁড়িখানি ,
তাকে ছুঁলে নাকি
জাত চলে যাবে !
এ কি কথা বলো তুমি ?

দেবতার পায়ে
যে ভোগ চড়াও -
দেবতা তাতেই তুষ্ট ,
দেবতা তো কভূ
বিচার করে না -
সে ফসল কার সৃষ্ট ?

তুমি কেন বৃথা
ভেদাভেদ করো -
ভেবেছো-কি কোনদিন ?
শত চেষ্টায়-ও
পারবে কি তুমি -
শুধিতে-তাদের ঋণ ?

আমি যাযাবর
পরোয়া করি না -
কে আপন কে বা পর ,
মানুষের-মাঝে
মানবতা খুঁজি -
অনুভবে রয় ঈশ্বর ।।

(কপিরাইট সংরক্ষিত)