কবিতাঃ লজ্জা দিওনা।
সৃজনঃ বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখঃ ইং ১১-১২-২০২৪

ছন্দের টানে শব্দ সাজাই
আপন খেয়ালে পথ চলি -
কবিতায় মনে শান্তি পাই
কবিতার সাথে কথা বলি।

স্বপ্নের ফেরি করবো বলে
ঘুরেছি সবার দোরে দোরে -
এই আঁধারে কি স্বপ্ন কেনে
সত্য বুঝেছি অনেক পরে !

জীবন টা তো মরু প্রান্তর
কবিতা এখানে মরীচিকা -
চারিদিকে শুধু ধূ ধূ মরু
তপ্ত বালুতে চলেছি একা !

ওরা আমায় প্রশ্ন করে
কেন ওদের জন্ম দিলাম ?
শেষকালে তো অবহেলায়
ঠোঙার দরে হবে নিলাম !

আমার সৃষ্টি বিদ্রোহী হয়ে
আমাকেই যদি প্রশ্ন করে -
সে লজ্জা তো কেবল আমার
ব্যর্থতার ইতিহাস গড়ে !

অন্তর মাঝে চিৎকার ওঠে
জ্বালিয়ে দাও - পুড়িয়ে দাও -
অসম্মানের লজ্জা দিওনা
এবার মোদের মুক্তি দাও !!

(কপিরাইট সংরক্ষিত)